ভারতীয় সংবিধান থেকে আরো প্রশ্ন

Show Important Question


41) নিম্নলিখিত জরুরি অবস্থা গুলির মধ্যে কোনটি সর্বাধিক ঘোষিত হয়েছে?
A) জাতীয় জরুরি অবস্থা
B) রাষ্ট্রপতির শাসন
C) আর্থিক জরুরী অবস্থা
D) তিনটিই, সমান সংখ্যক বার

42) 356 নং ধারা অনুযায়ী, রাজ্যে জারি হওয়া রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ হল
A) 6 মাস
B) 9 মাস
C) 1 বছর
D) 2 বছর

43) নিচের কোন আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা রয়েছে?
A) রাজ্যপাল
B) রাষ্ট্রপতি
C) উপ-রাষ্ট্রপতি
D) প্রধানমন্ত্রী

44) আমাদের সংসদীয় শাসনব্যবস্থার ভিত্তি কি ?
A) পুরুষদের ভোটাধিকার
B) আনুপাতিক প্রতিনিধিত্ব
C) পুরুষ, মহিলা ও শিশুদের ভোটাধিকার
D) সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার

45) ‘জনসংখা ও পরিকল্পনা’ বিষয়টি কোন তালিকাভুক্ত?
A) রাজ্য
B) কেন্দ্র
C) যৌথ
D) অতিরিক্ত

46) Who is the first Chief Election Commisssioner of India / ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনের কে ছিলেন?
A) Ramadevi/ রমাদেবী
B) Sukumar Sen/ সুকুমার সেন
C) Kalyan Sundaram/ কল্যাণ সুন্দরম
D) G. V. Mavalankar/ জি.ভি.ম্যাভলঙ্কর

47) ভারতে আজ পর্যন্ত মোট কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে?
A) এক বার
B) দুই বার
C) তিন বার
D) চার বার

48) কত সালে বিধান পরিষদ লুপ্ত হয়ে যায়?
A) ১৯৬৭ সালে
B) ১৯৬৮ সালে
C) ১৯৬৯ সালে
D) ১৯৭০ সালে

49) বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ঠ আইনসভা রয়েছে___
A) ৫ টি রাজ্যে
B) ৬ টি রাজ্যে
C) ৭ টি রাজ্যে
D) ৮ টি রাজ্যে

50) নিম্নলিখিত কোনটি ব্যক্তিগত স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়?
A) অবৈতনিক সাহায্য লাভের অধিকার
B) নির্যাতিত না হওয়ার অধিকার
C) গ্রেপ্তার হওয়ার বিরুদ্ধে অধিকার
D) সম মজুরি লাভের অধিকার

51) ভারতে রাজ্য বিধানপরিষদ সৃষ্টি বা বিলুপ্তি হতে পারে___
A) রাজ্যপালের সুপারিশক্রমে
B) সংসদ কর্তৃক
C) রাজ্য বিধানসভায় একটি রেজল্যুশন পাশের পর সংসদ কর্তৃক
D) রাজ্য ক্যাবিনেটের সুপারিশক্রমে

52) বিধানসভা কার দ্বারা পরিচালিত হয়?
A) রাজ্যপাল
B) মুখ্যমন্ত্রী
C) অধ্যক্ষ
D) রাজ্যপাল মনোনীত ব্যক্তি

53) বিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়
A) প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে
B) পরোক্ষ নির্বাচনের মাধ্যমে
C) সমানুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মাধ্যমে
D) একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মাধ্যমে

54) সংবিধানের কোন অংশে “কল্যাণকর রাষ্ট্র” – এর ধারণাটি রয়েছে?
A) প্রস্তাবনা
B) মৌলিক অধিকার
C) মৌলিক কর্তব্য
D) নির্দেশাত্মক নীতি

55) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে ?
A) ৩৫২ নং
B) ৩৬০ নং
C) ৩৭০ নং
D) ৩৫৬ নং

56) বর্তমানে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কটি ভাষাকে আঞ্চলিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ?
A) ১৪টি
B) ২১টি
C) ২২টি
D) ২৪টি

57) ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত ?
A) রাজ্য তালিকা
B) কেন্দ্রীয় তালিকা
C) যুগ্ম তালিকা
D) অবশিষ্ট তালিকা

58) বর্তমানে সম্পত্তির অধিকার হল –
A) আইনগত অধিকার
B) মৌলিক অধিকার
C) মানবাধিকার
D) প্রাকৃতিক অধিকার

59) How many kinds of emergencies are there according to Indian constitution? / ভারতীয় সংবিধানে কতপ্রকার জরুরি অবস্থাটা কথা বলা রয়েছে ?
A) 1/
B) 2/
C) 3/
D) 4/

60) ভারতের মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসেবে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল ?
A) ১৪টি
B) ১৫টি
C) ২২টি
D) ১৮টি